আজ উচ্চারকের ‘ভাদরে নজরুল’

| শুক্রবার , ৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘ভাদরে নজরুল’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নগরীর জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে অনুষ্ঠেয় আয়োজনে আলোচক থাকবেন নাটক ও তথ্যচিত্র নির্মাতা হিমেল ইসহাক, কবি ও বাউলতাত্বিক স্বপন মজুমদার ও নজরুল গবেষক অধ্যাপক বাবলা চৌধুরী।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, রিয়া মনি দাশ, রাজেশ্বরী চৌধুরী, নুরজাহান লুবনা, পূণম দত্ত, মো. হামিদ উদ্দিন, রুবাইয়া বিনতে আকবর, ফারিহা ফেরদৌস, ঋতু বিশ্বাস, সম্পূর্ণা বড়ুয়া ও সঞ্জয় দাশ। দ্বৈত আবৃত্তি করবেন ইকরা বিনতে বিল্লাহ ও রোকসানা আফরিন সিলভিয়া। অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করবেন মন্দিরা চৌধুরী, সানজিদা রহমান ও তুলতুল চৌধুরী।

আবৃত্তিশিল্পী শামীমা ইয়াছমিনের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘হিন্দুমুসলমান’ পরিবেশন করবে উচ্চারক শিশু কুঞ্জের শিশুশিল্পী ফাবিহা তাহের আবৃত্তি, পড়শী বড়ুয়া, প্রিয়ন্তী বড়ুয়া, অর্পিতা চৌধুরী, ফারাহ তাহের প্রকৃতি, ওয়াকেয়া তাবাসসুম আহমেদ, মোবাশশেরাহ আহমেদ, জাহানারা সানজিদ, আবদুল্লাহ আল শায়ান, অনিরুদ্ধ বড়ুয়া, আরাধ্যা ধর, আয়ুশ ধর ও সৌনক বড়ুয়া।

এছাড়া অনুষ্ঠানে প্রদর্শন করা হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে লেখা কবি শাশ্বত টিটোর ‘বিপ্লবীর চিঠি’ কবিতার আবৃত্তির ভিডিওগ্রাফি। তরঙ্গ ক্রিয়েশনস’র প্রযোজনায় প্রায় ৬ মিনিটের ভিডিও চিত্রটি নির্মাণ করেছেন নাট্যনির্দেশক হিমেল ইসহাক। কবিতাটি আবৃত্তি করেছেন উচ্চারকের সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য উচ্চারক সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান কাল শনিবার
পরবর্তী নিবন্ধপ্রয়াত বিশালের কথায় গাইলেন ঐশী