ইমাম রঈস উদ্দিন হত্যার বিচারের দাবিতে আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। গতকাল সংগঠনটি এ কর্মসূচি ঘোষণা করে।
সংগঠনটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কামিল/মাস্টার্স পরীক্ষার্থীরা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। তবে পরীক্ষার এডমিট কার্ড সঙ্গে রাখা ও প্রদর্শন বাধ্যতামূলক। জরুরি সেবা ও খাতসমূহ যেমন চিকিৎসা ও হাসপাতাল সংক্রান্ত যানবাহন, অগ্নিনির্বাপক ও দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, মৃতদেহবাহী ও জানাজা যাত্রার যানবাহন, বিদ্যুৎ, পানি, ও গ্যাস সরবরাহ সংক্রান্ত জরুরি সেবা এবং মিডিয়া ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকলে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রেস বিজ্ঞপ্তি।