বরেণ্য ইতিহাসবিদ ও চবির সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. আবদুল করিমের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সকাল ১০টায় পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আবদুল করিম ১৯২৮ সালে বাঁশখালীর চাপাছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫১–১৯৬৬ তিনি ঢাবির ইতিহাস বিভাগের প্রভাষক, রিডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে চবিতে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। ড. আবদুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ : বাংলার ইতিহাস, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, মুসলিম বাংলার ইতিহাস ও ঐতিহ্য, বাংলা সাহিত্যের কালক্রম, ঢাকাই মসলিন, ভারতীয় উপ–মহাদেশের মুসলিম শাসন, চট্টগ্রামে ইসলাম, হযরত শাহ্ আমানত (রহ.), মোল্লা মিসকিন শাহ্ (রহ.) বাংলার সূফী সমাজ, মুসলিম বাংলার ইতিহাস ও ঐতিহ্য, সমাজ ও জীবন, বাঁশখালীর ইতিহাস ও ঐতিহ্য, কর্পাস অফ দ্য মুসলিম কয়েনস অফ বেঙ্গল, মুর্শিদ কুলি খান অ্যান হিজ টাইমস, দ্য রোহিঙ্গাস প্রভৃতি। ইতিহাস গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রেসিডেন্টস গোল্ড মেডেল, আকবর সিলভার মেডেলসহ দেশ–বিদেশে প্রচুর সম্মাননা অর্জন করেন।
তিনি হাটহাজারী সরকারি কলেজ ও পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের প্রতিষ্ঠাতা। প্রেস বিজ্ঞপ্তি।