আজ ইতিহাসবিদ ড. আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী

| বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ৩:৪৬ অপরাহ্ণ

বরেণ্য শিক্ষাবিদ, ইতিহাসবিদ, চবির সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. আবদুল করিমের ড. আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯২৮ সালে বাঁশখালীর চাপাছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫০ সালে ঢাবি থেকে ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে রিডার ও বিভাগীয় সভাপতি হিসেবে যোগ দেন। তিনি হাটহাজারী কলেজ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের প্রতিষ্ঠাতা। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ঢাকাই মসলিন, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন, বাংলার ইতিহাস, চট্টগ্রামে ইসলাম, মুসলিম বাংলার ইতিহাস ও ঐতিহ্য, বাংলাসাহিত্যের কালক্রম, সমাজ ও জীবন, বাঁশখালীর ইতিহাস ও ঐতিহ্য প্রভৃতি উল্লেখযোগ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজগতপুর আশ্রম অনাথালয়ের বার্ষিক সাধারণ সভা স্থগিত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাটে ফুট ওভারব্রিজ দাবি