আজ ইডিইউতে ভার্চুয়াল মিট অ্যান্ড গ্রিট

| শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম মাস্টার অব পাবলিক পলিসি লিডারশিপে পড়তে বা এ প্রোগ্রামটি সম্পর্কে জানতে অনেকেরই আগ্রহ কাজ করে। আগ্রহ থাকারই কথা, কেননা বিশ্বজুড়ে জনপ্রিয় এ প্রোগ্রাম ইডিইউতেই পড়ানো হয়। এ আগ্রহ মেটাতে ইডিইউ আয়োজন করেছে ভার্চুয়াল ‘মিট এন্ড গ্রিট’ শীর্ষক আলোচনার।
আজ শনিবার বিকেল সাড়ে চারটা থেকে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে। রাত সাড়ে আটটা পর্যন্ত দুই সেশনে চলা এ আলোচনায় প্রোগ্রামটির ফ্যাকাল্টি মেম্বার ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ মাস্টার্সের গুরুত্ব ও প্রায়োগিক দিকগুলো জেনে নিতে পারবে আগ্রহীরা। ইডিইউর অফিসিয়াল ফেসবুক পেইজে এবং ওয়েবসাইটে এ অনুষ্ঠানে যোগদানের যাবতীয় তথ্য দেয়া আছে। ইনবক্সে চ্যাট করেও আগ্রহীরা নিবন্ধন করতে পারবে। ভর্তিসহ যাবতীয় তথ্যের জন্য কল বা হোয়াটসএপ করা যাবে ০১৩১১-১০৪৫৩১, ০১৩১১-১০৪৫৩২ , ০১৩১১-১০৪৫৩৪ নম্বরে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুবিনুল হায়দারের প্রতি বাসদের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধবান্দরবানে কর্মহীন ৪শ অসহায় পরিবার পেল ত্রাণ সহায়তা