আজ আল্লামা গাজী শেরে বাংলার (রহ.) ওরশ

| সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

হাটহাজারী বাসস্টেশনে ইমাম শেরে বাংলা (রহ.) দরবার শরিফে শাহসুফি আল্লামা সৈয়দ মুহাম্মদ আজিজুল হক ইমাম শেরে বাংলার (রহ.) ৫৭তম বার্ষিক ওরশ শরিফ আজ সোমবার অনুষ্ঠিত হবে। এতে কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউসিয়া শরিফ, খতমে খাজেগান, খতমে বোখারি শরিফ ও মজমুয়ায়ে সালাওয়াতে রসুল (.) এবং ইমাম শেরে বাংলার (রহ.) জীবনী আলোচনা। ওরশে উপস্থিত থাকার জন্য ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খাদেম মুহাম্মদ আবু মুছা কাদেরী আল চিশতি অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোঃ মহিউদ্দিন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সৌদি আরব শাখার মতবিনিময়