আজ আবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তিন দিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে। আজকের ম্যাচে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ইস্পাহানী স্পোর্টিং ক্লাব। লিগের চ্যাম্পিয়ন দল নির্ধারিত হওেয় গেছে আগেই। এখন লড়াই চলছে রানারআপ ট্রফির জন্য।

আজকের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র যদি জয় লাভ করে তাহলে রানার্স আপের দৌড়ে বেশ ভালভাবেই এগিয়ে থাকবে। আর যদি হেরে যায তাহলে পিছিয়ে পড়বে। আগের ম্যাচে রানার্স আপের দৌড়ে থাকা আরেক দল ব্রাদার্স ইউনিয়ন বৃষ্টির কারনে পয়েন্ট হারিয়েছে মোহামেডানের কাছে।১০ ম্যাচে ব্রাদার্সের সংগ্রহ ১৩ পয়েন্ট। ৯ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ১২। অবশ্য রানার্স আপ ট্রফির জন্য লড়াইটা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ব্রাদার্স ইউনিয়নের মধ্যে। এই দুই দলের লড়াইয়ে যে দল জিতবে তারাই হবে এবারের লিগের রানার্স আপ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-সিশেলস দ্বিতীয় ম্যাচ আজ
পরবর্তী নিবন্ধপিয়াল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন