আজ আপিল করতে আদালতে যাচ্ছেন ইউনূস

| রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার দায়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূস ফের আদালতে যাচ্ছেন।

চার সপ্তাহ আগে আসা রায়ের বিরুদ্ধে আপিল করতে দণ্ডিত চারজনই আজ রোববার সকাল ১০টায় কাকরাইলে শ্রম আপিলেট ট্রাইব্যুনালে হাজির হবেন। আপিল করার পাশাপাশি তারা জামিন চাইবেন বলেও জানিয়েছেন ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। খবর বিডিনিউজের।

শ্রম আদালতের সাজার রায় থেকে খালাস চেয়ে ৩০টি যুক্তি তুলে ধরা হচ্ছে জানিয়ে এই আইনজীবী বলেন, যে অভিযোগে ও অপরাধের দায়ে সাজা দেয়া হয়েছে তা আরজিতে সুনির্দিষ্ট ছিল না।

তারপরও আমরা জেরা করে অস্পষ্ট অভিযোগ খণ্ডন করেছিলাম। আপিলে আইনগত বিষয় উল্লেখ করেছি। আশা করি শ্রম অ্যাপিলেট ট্রাইবুনালের বিচারক এম এ আউয়াল তা মঞ্জুর করবেন।

পূর্ববর্তী নিবন্ধখিরাম ও নানুপুর ইউনিয়নে নির্বাচন ৯ মার্চ
পরবর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় ওরশ সম্পন্ন