আজ আনজুমান ট্রাস্টের সিরাজুল হকের স্মরণসভা ও দোয়া মাহফিল

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল হকের স্মরণসভা ও দোয়া মাহফিল আনজুমান ট্রাস্টের ব্যবস্থাপনায় ষোলশহর আলমগীর খানকাহ্‌এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় আজ বুধবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিকাল ৩টা হতে খতমে কোরআন মাজিদ, খতমে বোখারী শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (.), বাদ মাগরিব খতমে গাউসিয়া শরীফ, রজব মাসের পবিত্র গেয়ারভী শরীফ, মিলাদক্বিয়াম, স্মরণসভা, আখেরি মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পবিত্র অনুষ্ঠানে সিলসিলাহর পীর ভাইবোন ও আশেকানদের যোগদানের অনুরোধ জানিয়েছেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
পরবর্তী নিবন্ধতাৎক্ষণিক সমাধান পেয়ে খুশি সেবাপ্রত্যাশীরা