বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বদিউল আলমের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে অ্যাডভোকেট বদিউল আলম স্মৃতি পরিষদের উদ্যোগে চন্দনাইশে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে, তিনি ১৯২৬ সালে চন্দনাইশ থানার ফতেহনগর গ্রামে সম্ভ্রান্ত শিকদার পরিবারে জন্ম গ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সালে স্নাতক সম্পন্ন করেন।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- এর দক্ষিণ জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ পরবর্তীতে ১৯৭২ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ১৯৮১ সালে সভাপতি পদে দায়িত্বে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।