আজ অনুরূপের একক আলোকচিত্র প্রদর্শনী ‘উত্তরের শুভ্রতা’ শুরু

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

প্রবাসী আলোকচিত্র শিল্পী অনুরূপ কান্তি দাশের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে ‘উত্তরের শুভ্রতা’ শীর্ষক তিনদিনের এ প্রদর্শনী সন্ধ্যা ছয়টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিনের এ প্রদর্শনী প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এ প্রদর্শনীতে স্থান পেয়েছে তার তোলা মোট ২৪টি ছবি। এই আলোকচিত্র প্রদর্শনীতে সহযোগিতা করছেন ফিনল্যান্ডের একমাত্র বাংলা নিউজ পোর্টাল ‘সংবাদ২১ডটকম’। তিনদিনের এ প্রদর্শনীতে অংশ নিয়ে তা উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন শিল্পী নিজেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. রেহনুমা ও স্যান্ডোর ডায়ালাইসিসের অবহেলা তদন্তে তিন সদস্যের কমিটি
পরবর্তী নিবন্ধবৃহত্তর সিলেটের লক্ষাধিক মানুষ পেয়েছে ত্রাণ সহায়তা