সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ নীলুফার জহুরের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর গল্প, উপন্যাস, নাটক, নিবন্ধ ও সমালোচনা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকায়। কাব্যচর্চায় উৎসাহী হয়েছেন ১৯৮৬ সাল থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নের প্রথম ব্যাচের প্রথম স্থান অধিকারী কৃতী ছাত্রী নীলুফার জহুরের পেশা ছিল শিক্ষকতা। চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজে চল্লিশ বছরের অধিক অধ্যাপনাকালে প্রায় ত্রিশ বছর ছিলেন অধ্যক্ষের দায়িত্বে। ১৯৯১ ও ১৯৯২ সালে পর পর দুইবার কলেজ পর্যায়ে নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক। নারী শিক্ষা বিস্তার ও শিক্ষিত সমাজ বিনির্মাণে তাঁর অতুলণীয় অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কারেও ভূষিত হন। নীলুফার জহুর ব্যক্তিগত জীবনে বিশিষ্ট কথাসাহিত্যিক নাট্যকার-গীতিকার ও চবি বাংলা বিভাগের অধ্যাপক মরহুম চৌধুরী জহুরল হকের স্ত্রী। প্রেস বিজ্ঞপ্তি।