আজীম শরীফ-রওশন আরা ফাউন্ডেশনের উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট সমাপ্ত

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

নবীন মেলা আয়োজিত আজীম শরীফরওশন আরা ফাউন্ডেশনের সৌজন্যে উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৩ জানুয়ারি সাফা আর্কেড কনভেনশন সেন্টারে সম্পন্ন হয়। নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউমেন রাইট্‌স ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট জিয়া হাবিব আহসান, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, মোসাদ্দেক হোসেন শরীফ, ওয়াসীম শরীফ, ডা. পারভেজ ইকবাল শরীফ, এডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল, সুবীর কুমার নাথ, এ এন এম শফিউল আজিম মন্টি ও হারুন রশীদ।

পূর্ববর্তী নিবন্ধমানুষের কল্যাণ করার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত
পরবর্তী নিবন্ধসিসিএস চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট অকশান ১৮ জানুয়ারি