চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, আল্লাহ, আল্লাহর রাসূলের পথে জীবন পরিচালনা করা, অলি–আউলিয়াদের খেদমত এবং মানবতার সেবাই আমার ব্রত।
তিনি বলেন, চলার পথে ঘাত–প্রতিঘাত থাকবে, জীবনকে সার্থক ও অর্থবহ করতে বৈরি পরিবেশ ও বন্ধুর পথ অতিক্রম করতে হয়। আমার জীবনে বহু প্রতিবন্ধকতা ছিল, সবই অতিক্রম করেছি আল্লাহর উপর ভরসা করে। যতদিন আল্লাহতায়ালা হায়াত দেবেন ততদিনই মানব কল্যাণ করে যাব।
গতকাল শুক্রবার এইচএম ভবনে অনুষ্ঠিত মানবকল্যাণ ও মানবিক সেবা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা লোকমান আলী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজসেবক নেছার আহমদ এবং মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ ইউনুচ রজভী। পরে সাবেক মেয়র অসচ্ছল মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।