ব্রিটিশ রাজা চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর একদিন পর জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে যুক্তরাজ্য এবং তার অন্যান্য রাজ্যের এবং বিশ্ববাসীকে আজীবন সেবা দেয়ার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, যেভাবে রানি নিজে অটল নিষ্ঠার সঙ্গে এ কাজ করেছেন। আমিও এখন দৃঢ়তার সঙ্গে নিজের কাছে অঙ্গীকার করছি, ঈশ্বর আমার জন্য বাকি যেটুকু সময় বরাদ্দ রেখেছেন, পুরোটা জুড়ে আমি আমাদের দেশের হৃদয়ে সংবিধানের নীতিকে সমুন্নত রাখবো। এবং আপনি যুক্তরাজ্যের সেখানেই বসবাস করুন বা আমাদের যে রাজ্যে বা বিশ্বের যেকোনো অঞ্চলে, এবং আপনি যেখান থেকেই আসুন বা আপনার বিশ্বাস যাই হোক, আমি আমার সারাজীবন ধরে বিশ্বস্ততা, শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে আপনার সেবা করে যাওয়ার চেষ্টা করবো। খবর বিডিনিউজের।
সামনে মায়ের শেষকৃত্য সম্পর্কে রাজা চার্লস বলেন, আমার প্রিয় মা কে অন্তিম শয্যায় শায়িত করতে আর সপ্তাহখানেক পরই আমরা জাতি হিসাবে, কমনওয়েলথ হিসাবে এবং সর্বোপরি বিশ্ব সম্প্রদায় হিসাবে একত্রিত হব। আমাদের এই দুঃখের সময়ে, আসুন আমরা তাকে স্মরণ করি এবং তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেই আলোকে আপনা মাঝে শক্তি ধরি।












