আজীবন কল্যাণমুখী রাজনীতিতে করে গেছেন আশরাফ খান

স্মরণসভায় বক্তারা

| শনিবার , ১১ জুন, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের ছাত্রগণ আন্দোলনের অন্যতম নেতা মুহাম্মদ আশরাফ খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, অজিত কুমার শীল, আশীষ সেন, সোমা মূৎসূদ্দী, সুমন বড়ুয়া, শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, এম মনজুর আলম, দিলীপ সেনগুপ্ত, সবুজ চৌধুরী রকি, এম মনজুর আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জননেতা আশরাফ খান একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আজন্ম মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ও মানবকল্যাণ সাধনে তিনি সবসময় সোচ্চার ছিলেন। একজন নিরহংকারী, নির্লোভ ও দক্ষ সংগঠক হিসেবে তিনি যুগ যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধরহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যাচ প্রতিনিধিদের সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধআকবরশাহ এলাকায় অপহরণ মামলার আসামি গ্রেপ্তার