কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন ও আগামীর স্বপ্নকে অনুপ্রাণিত করতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গতকাল সোমবার দুপুরে উপজেলার খোয়াজনগরের আজিমপাড়ায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. হাকিম আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আবুল কাশেম বলেন, “আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য সম্পদ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।” সভাপতির বক্তব্যে লায়ন মো. হাকিম আলী বলেন, “এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী আমাদের কাছে এক একটি স্বপ্ন। আমরা শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নই; নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ মানুষ গড়ে তুলতেই আমাদের প্রতিশ্রুতি।” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিন্নাত আরা পারভীন, আয়ুব–বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান, আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সহ–সভাপতি এম. এ. মারুফ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহজাহান ফারুকী, এম. এ. সালাম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আব্দুল্লাহ আল জুনায়েদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (অডিট) এস. এম. মোস্তাফিজুর রহমান। আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল রায় ও প্রধান হিসাব রক্ষক মোহাম্মদ সৈকত উদ্দিন সাগরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক মো. মনজুর আলম, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মো. ইলিয়াছ খান, সমাজসেবক মো. সেকান্দর আলী, ডায়মন্ড সিমেন্টের প্রধান আইটি ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন, চরপাথরঘাটা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামি চরপাথরঘাটা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মুসা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্ণফুলি উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন তারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।











