আজিম–হাকিম স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ গতকাল রোববার চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়াস্থ নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষক উৎপল রায়ের সঞ্চালনায় এবং স্কুল পরিচালনা পর্ষদ সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানির ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মাসুমা জান্নাত।
উপস্থিত ছিলেন আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য এম,এ,ছালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, চরপাথরঘাটা ইউপি জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার প্রমুখ। বক্তারা বলেন, আজিম–হাকিম স্কুল অত্র উপজেলায় অতি সুনামের সঙ্গে প্রতিষ্ঠানের মান অক্ষুন্ন রেখে যাচ্ছে। লেখাপড়া সহ তাদের সহ–শিক্ষা কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো।উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁরা তাদের মেধা দেখিয়েছে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটি আরো সুনাম অর্জন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।