ফটিকছড়ির আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের উদ্দেশ্যে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ গত সোমবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এহডক কমিটির সভাপতি সৈয়দ গোলাম মোরশেদ মাইজভান্ডারী।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গাজী বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রোসাংগিরি ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহারিয়ার চৌধুরী ও শাহনগর বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম। বক্তব্য দেন নাজিম উদ্দিন মেম্বার, মো. সাহাবুদ্দিন, সৈয়দ সামসুদ্দিন, আবুল মনছুর, সৈয়দ আছহাব উদ্দিন, শাকিলা আকতার, মো. শামিম, এমরান হোসেন মনা, আবুল বশর, রোজিনা আকতার। প্রেস বিজ্ঞপ্তি।