আজিমনগর উচ্চ বিদ্যালয়ে মাইজভাণ্ডারী যুব ফোরামের শিক্ষা সামগ্রী বিতরণ

| শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৩:৪৩ পূর্বাহ্ণ

গাউসুল আজম শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর বার্ষিক ওরশ উপলক্ষে আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শাহজাদা অ্যাড. সৈয়দ মিফতাহুন নূর আল মাইজভাণ্ডারীর পৃষ্টপোষকতায় মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হলরুমে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ ফজলুল মোমিন সিদ্দিকী পারভেজ আল মাইজভান্ডারী। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও রোসাংগীরি ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীনের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন প্রধান শিক্ষক গাজী বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ সাঈদ ইমাম সিদ্দিকী লিটন মাইজভাণ্ডারী, সৈয়দ এমরান উদ্দিন, আহমেদ এরশাদ খোকন, ইউপি সদস্য সফিকুর রহমান ও শেখ আশরাফ আলী বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ইয়াকুব বাদশা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদোন্নতি পাওয়া ফরহাদ-নওফেল জনপ্রশাসন ও শিক্ষাতেই থাকছেন
পরবর্তী নিবন্ধরাঙামাটি মেডিকেল কলেজে শহীদ মনিরের নামে হল করার দাবি