ফটিকছড়ির আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন উপলক্ষে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সৈয়দ গোলাম মোরশেদ মাইজভান্ডারী। তিনি বলেন, গতানুগতিক লেখাপড়া করে সাফল্য অর্জন করা সম্ভব নয়।
শিক্ষক শামীমুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গাজী বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শাহারিয়ার চৌধুরী, শিক্ষক মো. কাউছারুল হক, এমদাদ হোসেন তালুকদার, ইদ্রিস মিয়া খান সাহেব, শাকিলা আকতার, আবুল মনছুর। বক্তব্য রাখেন সেলিম উদ্দিন, নুরুল আলম ও মো. মুছা। প্রেস বিজ্ঞপ্তি।












