খলিফায়ে গাউছুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আব্দুল আজিজ শাহ আল খিতাপচরী আল মাইজভান্ডারীর বার্ষিক বার্ষিক ওরশ বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজ ভান্ডার দরবার শরীফে ১০ জানুয়ারি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়। আনজুমানে–এ আশেকানে আজিজিয়া ইউসূফিয়া কেন্দ্রিয় পর্ষদ বাংলাদেশের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন, গাউছে জামান হযরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজা ইউসুফ আহমদ শাহ আল আজিজি, শাহজাদায়ে আজিজি শাহসুফি সৈয়দ সাহাব উদ্দীন আল আজিজি এবং আজিজ ভান্ডার দরবার শরীফের গাউছিয়া ইউসুফ মনজিলের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা শাহজাদা সৈয়দ শাহিনুর আজিজ আল খিতাপচরী। ওরশ শরীফ উপলক্ষে আশেকানে আজিজিয়া ইউসুফিয়া যুব ফোরাম বাংলাদেশের উদ্যোগে নগরীর গাউছিয়া আই কেয়ার এন্ড ডক্টরস সেন্টারের সহযোগিতায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ে চিকিৎসক কর্তৃক ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শেষে দোয়া মোনাজাত এবং তবারুক বিতরণের মধ্যদিয়ে বার্ষিক ওরশ শরীফের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।












