অভয়ার চোখে নির্ভরতার কোন বটিকা নেই-
একটি গলা ধরা রক্তময় জীবন সুড়ঙ্গ থেকে সুড়ঙ্গে হাঁটছে;
দেখো হার্ডিঞ্জ ব্রিজের শক্ত মায়া-শরীর এখনো ধরে আছে শত-সহস্র ভুলের মরিচা
তোমরাই বলেছিলে পৃথিবীর কোনকিছুই যাবে না ফেলা!
কোভিড উনিশ বনে, বসে বসে ভাবি এইসব ধুলা-তরঙ্গ
অভয়ার চোখে নির্ভরতার কোন বটিকা নেই-
প্রতিদিন চুতুরাপাতা-সমান এলোমেলো ঘা খেয়ে আছি।