আজিজুল হক শেরে বাংলা মাজার পুনঃনির্মাণ কমিটির সভা

| বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন ইমামে আহলে সুন্নাত ও মুজাদ্দেদে মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা মাজার পুনঃনির্মাণ কমিটির প্রস্তুতি সভা গতকাল কমিটির সভাপতি সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে তার দেওয়ান হাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আব্দুস শুক্কুর কে। কমিটির অন্যান্যরা হলেন, মো. হারুন সওদাগর, সোলাইমান আনসারী, বদরুল হক আল কাদেরী, মো. আনোয়ার হোসেন, মো. আনিসুর রহমান, মুফতি আব্দুল ওয়াজেদ, কাজী মঈন উদ্দিন আশ্রাফী, সৈয়দ মো. ইউনুছ রেজবী, সৈয়দ এনামুল হক আল কাদেরী, সৈয়দ মো. নাজমুল হক আল কাদেরী ও দিদারুল আলম আল কাদেরী।
উপদেস্টা পরিষদের সদস্যরা হলেন শাহজাদা সৈয়দ আমিনুল হক আল কাদেরী, ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম পি, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি,দিদারুল আলম এম পি, সৈয়দ শহিদুল হক মাইজভান্ডারী, সুফী মো. মিজানুর রহমান, মো. মহসিন, সৈয়দ বদরুদ্দোজা বারী, আব্দুর রহিম আল কাদেরী, কাজী সাদেকুর রহমান হাসেমী ও মো. শাহীন। সভায় মাজার শরীফের নকশা অনুমোদন, প্রকৌশলী ও ঠিকাদার নিয়োগ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত টমটম থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধক্বণনর আবৃত্তি অনুষ্ঠান ‘একুশের পঙক্তিমালা’