আজাদী সম্পাদক এম এ মালেকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

‘প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই লায়ন্সের মূলমন্ত্র’

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:৪৩ পূর্বাহ্ণ

প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর ও দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল, খতমে কোরআন ও খাদ্য বিতরণ কর্মসূচি গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে একইসাথে প্রাক্তন জেলা গভর্নর ও বিসিবি ডিরেক্টর লায়ন এম মনজুর আলম মনজু, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান, জয়েন্ট ট্রেজারার লায়ন নাজমুল শাকেরসহ জেলা লায়ন্সের নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া করা হয়। খাদ্য বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি লায়ন আবদুর রব শাহীন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘উই সার্ভ’ (আমরা সেবা দিই)-এই মূলমন্ত্রে উজ্জীবিত মানুষের সত্যিকারের প্রয়োজনের সময় সেবাদানে এগিয়ে আসা-ই লায়ন্সের ধর্ম, আদর্শ। এ মন্ত্রে দীক্ষিত বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ লায়ন ও লিওরা মানবসেবায় নিবেদিত। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই লায়ন্সের মূলমন্ত্র। লিও ক্লাব অব চিটাগংয়ের ২য় ভাইস প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালা, ট্রেজারার লায়ন রেবেকা নাসরিন, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, লিও ক্লাব ডিরেক্টর লিও আবদুল্লাহ আলী আল হাসান। উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগংয়ের সেক্রেটারি শাহাদত হোসেন সাইফ, বাঁধন ঘোষ, মিনহাজুর রহমান শিহাব, রাকিবুল আলম রনি, সাখাওয়াত, ছামিম চৌধুরী, শহীদ বিন আলম, এমরান, রুবি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীর ক্ষমতায়নে সরকার শতভাগ কাজ করছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৭০৪ জনের করোনা শনাক্ত