আজাদী সম্পাদক এম এ মালেকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

| মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সাংবাদিকতা জগতের পথিকৃৎ বলে মন্তব্য করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার বাদ আছর হযরত শাহসুফি মঈনুদ্দীন শাহ (রহঃ) দরবার শরীফ প্রাঙ্গণে এম এ মালেকের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে উপরোক্ত মন্তব্য করেন তিনি।
সুজন এ সময় এম এ মালেক এবং তাঁর পরিবারবর্গের সুস্থতা কামনায় মহান আল্লাহতায়ালার দরবারে দোয়া কামনা করেন। বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত শাহসুফি মঈনুদ্দীন শাহ (রহঃ) মসজিদের পেশ ইমাম মাওলানা ইমতিয়াজ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সদস্য সচিব মো. হোসেন, নুরুল কবির, মোরশেদ আলম, শেখ আহমদ, মো. শাহজাহান, মো. শাহ জামাল, মো. জাহাঙ্গীর, ফেরদৌস মাহমুদ আলমগীর, সামীর আকাশসহ বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি।

আনোয়ারায় দোয়া মাহফিল : আনোয়ারা প্রতিনিধি জানান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সুস্থতা কামনায় গতকাল সোমবার বাদ যোহর আনোয়ারা সরকারি কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জিয়াউর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ রিদোয়ানুল হক, কলেজ শিক্ষক মো. মনির উদ্দীন, ব্যবসায়ী ছৈয়দ মুহাম্মদ ইলিয়াছ, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, ব্যবসায়ী মির্জা মোহাম্মদ মাসুদসহ এলাকার মুসল্লিরা।

পূর্ববর্তী নিবন্ধসংশোধন হচ্ছে পর্যটন কর্পোরেশন আইন, বদলাচ্ছে পর্যটকের সংজ্ঞাও
পরবর্তী নিবন্ধবাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ত্রিবার্ষিক সাধারণ সভা