স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেকের শারীরিক সুস্থতা কামনায় বিভিন্নস্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগর গাউসিয়া কমিটি : গতকাল শনিবার বাদ আছর ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেকের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দিন আজহারী, দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের খতীব আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী, সিনিয়র পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, নগর গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন সোহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লায়ন আবু নাসের রনি, মুহাম্মদ এরশাদ খতিবী, মুহাম্মদ জানে আলম জানু, মুহাম্মদ আজাদ, মুহাম্মদ সুলতান উদ্দিন বেলাল, মুহাম্মদ নুরুল ইসলাম সাগর প্রমুখ।
চসিক : সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে এম এ মালেকের সুস্থতা কামনায় সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর নয়টি মসজিদে গতকাল শনিবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল পরিচালিত হয়। চসিক মাদরাসা পরিদর্শক মাওলানা হারুনুর রশিদের তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিলে প্রত্যেক মসজিদের খতিবরা এম এ মালেকের দ্রুত সুস্থতা ও দীর্র্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করেন।
মা ও শিশু হাসপাতাল : দৈনিক আজাদী সম্পাদক ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেকের সুস্থতা কামনায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে গতকাল হাসপাতাল মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. ফজল করিম বাবুল, মো. হারুন ইউসুফ, এ এস এম জাফর, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, আজীবন সদস্য শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব : চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকসহ ক্লাবের অসুস্থ সদস্যদের রোগমুক্তি কামনায় গতকাল শনিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত শাহ আনিস (র.) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন।
লোহাগাড়া : লোহাগাড়ায় দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা সদরের পুরান থানা রোডস্থ ছমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক আজাদী লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মারুফের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল গফুর। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা মুহাম্মদ ছায়েম, হাফেজ মাওলানা মুহাম্মদ হুজাইফা, হাফেজ মাওলানা মুহাম্মদ আদনান, হাফেজ মাওলানা মুহাম্মদ ছৈয়দুল হক, মাওলানা মুহাম্মদ ইয়াছিন, হাফেজ আবু ওবাইদা মুহাম্মদ সা’দ তালহা, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, এম. হোসেন মেহেদী, এরশাদ আলম, এম এ এইচ রাব্বী, শাহজাদা মিনহাজ ও আবদুল ওয়াহাবসহ ছমদিয়া হেফজখানার শিক্ষার্থীরা।