আজাদী সম্পাদক এম এ মালেককে ভূমিমন্ত্রীর অভিনন্দন

| রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সাংবাদিকতায় একুশে পদক লাভ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
গতকাল শনিবার এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার আপনাকে রাষ্ট্রের অন্যতম প্রধান সম্মাননা একুশে পদকের জন্য মনোনীত করায় আমি অত্যন্ত আনন্দিত। আমাদের জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের পুরো সময় আপনার নেতৃত্বে দৈনিক আজাদী সত্যের পক্ষে জনমত সৃষ্টির অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধের পূর্ব থেকেই নিরবচ্ছিন্নভাবে বস্তুনিষ্ঠ সম্পাদকীয় নীতির সাথে কোনো আপোষ না করে আপনি যেভাবে দেশের অন্যতম প্রধান সংবাদপত্রের নেতৃত্ব দিয়ে আসছেন তা গণমাধ্যম জগতে পাথেয় হয়ে থাকবে। গণমাধ্যমের বাইরেও আপনার সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের সবার জন্য গর্বের কারণ। বাংলাদেশের নাগরিক-জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুযোগ পেলে বিএনপি আবার হাওয়া- খোয়াব ভবন খুলবে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবইমেলা উদ্বোধন আজ থাকছে নানা আয়োজন