আজাদী সম্পাদক একুশে পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি সংগঠনের অভিনন্দন

আজাদী ডেস্ক | বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সাংবাদিকতায় একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
আলো মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র : দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক একুশে পদকে মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন আলো মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের প্রধান নির্বাহী মইনুল হক মনা ও পরিচালকমণ্ডলী সদস্য কলিমুদ্দিন শিশির দে। অভিনন্দন বার্তায় তারা বলেন, এম এ মালেক শুধু চট্টগ্রামবাসী নয় বাংলাদেশের গর্ব। তাঁর মত প্রথিতযশা সাংবাদিক বুদ্ধিজীবী কলমযোদ্ধাকে একুশে পদকের জন্য মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।
সেক্টর কমান্ডারস ফোরাম : সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ নেতৃবৃন্দ এক বিবৃতিতে, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক একুশে পদকে ভূষিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ তার দীর্ঘ সুস্থ ও নিরোগ জীবন কামনা করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক এডভোকেট বি কে বিশ্বাস, সেলিম চৌধুরী, এডভোকেট সাইফুন নাহার খুশী, আবদুল মালেক খান, সাহেদ মুরাদ শাকু প্রমুখ।
চট্টগ্রাম জাসাস : দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক একুশে পদকে মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জাসাস নেতৃবৃন্দ। জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটি ও জাসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কমিটির (দক্ষিণ) সদস্য, সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা বলেন, এই পাওয়া আমাদের চট্টলাবাসীর সবার পাওয়া। উনার এই প্রাপ্তিতে আমরা সবাই গর্বিত। সবশেষে উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এ সময় আরো উপস্থিত ছিলেন, নগর জাসাসের আহবায়ক কমিটির সদস্য কবি ফরিদুল আলম মিল্লাত, আবুল কালাম, নাজিম উদ্দীন, ওমর আলী রনি, সংগীত শিল্পী নাহিদা আলম, নিগার সোহা, জেরিন আক্তার সানজু, নৃত্যশিল্পী নাহিদা আক্তার, ইসরাত জাহান উর্মী প্রমুখ।
প্রয়াস : দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক একুশে পদকে মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সামাজিক সংগঠন প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম ওয়াসার এম ডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, প্রধান উপদেষ্টা লায়ন হুমায়ুন কবির, প্রধান পরিচালক মহিউদ্দিন বাচ্চু, প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: সাহাব উদ্দীন, সংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ সুমন সহ উপদেষ্টা মন্ডলির সকল সদস্য, পরিচালকবৃন্দ এবং কেবিনেট সদস্যবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এম এ মালেক স্বীয় কর্মগুণের স্বীকৃতি হিসেবেই একুশে পদক লাভ করেন
মমতা : দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক একুশে পদকে মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বেসরকারী উন্নয়ন সংগঠন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এক বিবৃতিতে রফিক আহামদ বলেন, এম এ মালেক চট্টগ্রামের উন্নয়ন ও এদেশের সাধারন জনগোষ্ঠীর মনের কথা সকলের নিকট তুলে ধরতে বিগত কয়েক দশক ধরে সাংবাদিকতার মাধ্যমে নিরলসভাবে অবদান রেখে চলেছেন এবং স্বীয় কর্মগুণের স্বীকৃতি হিসেবেই একুশে পদক লাভ করেন। এটি নি:সন্দেহে চট্টগ্রামবাসীর জন্য কৃতিত্বের ও গৌরবের বিষয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে নব নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ
পরবর্তী নিবন্ধকাশিয়াইশ ইউপির চেয়ারম্যান কাসেমের শপথগ্রহণ স্থগিত