সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির কর্মকর্তারা গতকাল দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাঁরা সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
এদিকে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা গত ৬ ফেব্রুয়ারি সমিতির কার্যালয় প্রাঙ্গণে এডহক কমিটির আহবায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন কমিশনার মো. এরাদাত উল্যাহ এফসিএ কার্যকরী পরিষদ ২০২১-২০২২ সালের জন্য নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। সভাপতি মুহাম্মদ এনায়েত উল্যাহ হাজারী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমজাদ চৌধুরী, সহ-সভাপতি মনোয়ারা বেগম, সহ-সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সহ-সভাপতি আব্দুল বাকের ভুইয়া, সহ-সভাপতি অধ্যাপক শামছুল কবীর শামীম, যুগ্ম-সম্পাদক নজরুল কবির, সহ-সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, অর্থ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, প্রচার ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. ফজলুল কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. দিদার হোসেন, কার্যনির্বাহী সম্পাদক যথাক্রমে ক্যাপ্টেন মো. সাদেক, শহীদুল্যাহ, আবুল কালাম আজাদ, মোতাসিম বিল্লাহ, মোজাম্মেল হোসেন, নাছির উদ্দীন, মোজাম্মেল হক, এনামুল হক ভুইয়া, সাইফুল ইসলাম। সভায় সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমজাদ হোসেন নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর এ আবাসিককে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ আবাসিকে পরিণত করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অভিষিক্ত সভাপতি তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উপস্থিত সদস্যদের আবাসিক এলাকায় অনতিবিলম্বে বাড়িঘর নির্মাণ করে একটি মডেল আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।