আজাদী সম্পাদকের সাথে সংবাদপত্র হকার্স সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০১ পূর্বাহ্ণ

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ গতকাল রবিবার একুশে পদকে ভূষিত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় নেতৃবৃন্দ এম এ মালেককে অভিনন্দন জানান এবং তাঁর সার্বিক সহায়তা কামনা করেন। এছাড়াও নেতৃবৃন্দ চট্টগ্রামের সংবাদপত্র শিল্পের উন্নয়নে এম এ মালেক এবং আজাদীর ভূমিকার কথা স্মরণ করেন।

এ সময় সমিতির নবনির্বাচিত সভাপতি দাউদুল ইসলাম, সহসভাপতি অলী আহমদ, সম্পাদক নজরুল ইসলাম লিটন, হকার্স ইউনিয়নের সভাপতি আবু তাহের, সম্পাদক ওসমান গণি টিপু ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে সুইপারের ভাসমান মরদেহ
পরবর্তী নিবন্ধ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের প্রথম গান ইউটিউবে মুক্তি পাচ্ছে আজ