আজাদী সম্পাদকের সাথে নগর ও নাগরিকের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

| শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সাথে গত বুধবার সৌজন্য সাক্ষাৎ করেছেন নগর ও নাগরিকের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- নগর ও নাগরিকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আইয়ুব, প্রতিষ্ঠাতা সদস্য দিদারুল ইসলাম দিদার, নবগঠিত কমিটির সভাপতি মো. আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহাবুব, সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন, সহ-সভাপতি মোহাম্মদ আজিম চৌধুরী, মোহাম্মদ আরফাত হোসাইন, যুগ্মসাধারণ সম্পাদক ফজলে রাব্বি জুবায়ের, আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ডা. আদনান সাঈদি, দপ্তর সম্পাদক মারুফুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা মারুফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহেদুল ইসলাম, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনজুর মোরশেদ তালুকদার, কোষাধ্যক্ষ মো. কছির উদ্দিন, সদস্য মোহাম্মদ তানভীর, আয়াজ মাহমুদ মাহিদ, ইব্রাহিম রিয়াদ প্রমুখ। নগর ও নাগরিকের প্রধান উপদেষ্টা এম এ মালেক এ সময় সংগঠনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাইডার ইন্টারন্যাশনাল স্কুলের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধমহরতের পর নায়িকা জানালেন ‘করছি না’!