আজাদী সম্পাদককে অভিনন্দন জানালেন আল্লামা সাবির শাহ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর ৬৬ বছরে পদার্পণে অভিনন্দন জানিয়েছেন আওলাদে রাসুল, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি..) এবং সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি.)। দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁরা অভিনন্দন জানান এবং দৈনিক আজাদীসহ দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন।

এই সময় আন্‌জুমানরহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম (মনজু), জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন এবং দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমনোরোগ বিভাগে বিকালের পর থাকেন না চিকিৎসক
পরবর্তী নিবন্ধ৪৫ রুটে ঢুকে ইয়াবা, টেকনাফে সর্বনিম্ন দাম, ঢাকায় সর্বোচ্চ