আজাদী ম্যানেজার মঈনুল আলম বাদলের মায়ের জানাজা সম্পন্ন

| শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মরহুম শামসুল আলমের স্ত্রী নুরুন নাহার বেগমের নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার বাদ জোহর কদম মোবারক মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে কদম মোবারক মসজিদস্থ কবরস্থানে দাফন করা হয়।

মরহুমা নুরুন নাহার বেগম দৈনিক আজাদী ম্যানেজার মঈনুল আলম বাদলের মা এবং কক্সবাজারের পেকুয়ার জমিদার কবির আহমদ চৌধুরীর দ্বিতীয় কন্যা।

এদিকে, মঈনুল আলম বাদলের মাতা নুরুন নাহার বেগমের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সহসভাপতি ও সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিঃ এর চেয়ারম্যান শামসুল আলম শামীম, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী ও সহসাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী। উল্লেখ্য, গত বুধবার রাত সোয়া ১২টায় মোমিন রোডস্থ বাসভবনে নুরুন নাহার বেগম ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতুলসীধামে অদ্বৈতানন্দ পুরীর তিরোভাব উৎসব আজ শুরু
পরবর্তী নিবন্ধডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ