আজাদী পরিবারকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন

মো. রিয়াজুল হক | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

স্বাধীনতার পর যে কয়েকটি পত্রিকা সত্য ও ন্যায়নিষ্ঠতার মধ্যে থেকেও শত বাধা বিপত্তি অতিক্রম করে দাপটের সাথে এগিয়ে যাচ্ছে তার মধ্যে আজাদী অন্যতম। ছাত্র জীবন থেকে দৈনিক আজাদী পছন্দ করলেও বিশেষ করে সেই ১৯৯৫ সাল থেকে আজাদীর বিশেষ সংখ্যা আজ মিশালীতে টুকটাক লেখালেখির সুবাদে আজাদীর সাথে আমার ওতোপ্রোত ভাবে জড়িয়ে যাওয়া সাথে আজাদীর ৫ম তলায় মিশালীর বন্ধুদের সাথে নিয়মিত আড্ডায় অংশগ্রহণ করার মাধ্যমে তখন পরিচয় হয়েছিল রাশেদ রউফ ও সোনালী আপু সাথে অসংখ্য লেখক লেখিকাসহ অনেক ভাল ও চমৎকার মানুষের সাথে। সেই সুখস্মৃতি কখনো ভোলার নয় যা আজো বারেবারে মনে পড়ে। পরবর্তীতে লিও ও লায়ন্স ক্লাব সংক্রান্ত কাজে প্রায়ই আজাদী যাওয়ার মাধ্যমে সেই সম্পর্ক আরো ঘনিষ্ঠ থেকে ঘনিষ্টতর হয়ে উঠে। এছাড়াও কমার্স কলেজ প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন এর সদস্য হওয়ার সুবাদে আজাদী বিল্ডিংয়ে প্রায়ই যাওয়ার মাধ্যমে সেই সম্পর্ক অদ্যাবধি চলমান আছে যার মাধ্যমে আমি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। পরিচিত হতে পেরেছি অনেক অনেক ভালো মানুষদের সঙ্গে। অন্যান্য বছরের ন্যায় এইবছরও আমি আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আজাদী সংশ্লিষ্ট সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। অতীতের মত ভবিষ্যতেও দৈনিক আজাদী উত্তরোত্তর সাফল্যজনক ভাবে আরো এগিয়ে যাবে মন থেকে সেই কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের শেকড় আজাদী লেখক সৃষ্টির এক জিয়নকাঠি
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে