চট্টলার শীর্ষস্থানীয় দৈনিক আজাদী চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলে, যা চট্টগ্রামের নানাবিধ সুখ–দুঃখের চিত্র তুলে ধরার পাশাপাশি সমগ্র দেশের অধিক গুরুত্বপূর্ণ বিষয় গুলোও পত্রিকায় প্রকাশ পেয়ে থাকে। দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের অবহেলিত বিভিন্ন স্থানের দুঃখ–দুর্দশা, অভাব–অনটন, সংকট আর সম্ভাবনা কথা রাজনৈতিক বিষয় নিয়ে ভালো–মন্দ তুলে ধরতে ধরতে বর্তমানে এই অঞ্চলের মানুষের ভালোবাসার মুখপত্রে পরিনত হয় পত্রিকাটি। চট্টগ্রামের গণমানুষের কথা বলার জন্য– সর্বোপরি বঞ্চিত ও অবহেলিত জনপদের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ১৯৬০ সালে যাত্রা শুরু করেছিল দৈনিক আজাদী। আজকাল আজাদী শুধু একটি সংবাদপত্রই নয়, এটি এখন চট্টগ্রামের সামগ্রিক বিষয় তুলে ধরার দর্পণ হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। এই আজাদী পত্রিকা যুগ যুগ ধরে তৈরি করে যাচ্ছে অসংখ্য নবীন–প্রবীণ লেখক, কলামিস্ট, বুদ্বিজীবী, কবি, সাহিত্যক, প্রাবন্ধিক, সাংবাদিক, পাঠক মহল যা সত্যিই প্রশংসনীয় ও অতুলনীয় । আমি আজাদীর একজন ক্ষুদ্র লেখক ও পাঠক হিসেবে দৈনিক আজাদীর ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজাদী পরিবার ও আজাদীর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে পাঠকনন্দিত পত্রিকার শুভকামনা করি যেন পত্রিকাটির সামনের পথচলা আরোও সুগম ও সার্থক হয় এবং উত্তরোরত্তর সফলতা বৃদ্ধি পায়।