আজাদী ও লায়ন্স ক্লাব একে অপরের পরিপূরক

লায়ন্স ক্লাব চিটাগংয়ের সভায় গভর্নর

| মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের আয়োজনে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ বলেছেন, দৈনিক আজাদী ও লায়ন্স ক্লাবের সম্পর্ক আলাদাভাবে ব্যাখ্যা করা যাবে না। এ দুটো প্রতিষ্ঠান একে অপরের পরিপূরক ও ঘনিষ্ঠ সহযোগী। সমপ্রতি লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের আয়োজনে আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেক কাটার মাধ্যমে প্রকাশনার ৬২ বছরে পদার্পণ অনুষ্ঠান উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক ও পিডিজি ফোরামের সভাপতি লায়ন এম এ মালেক।
ক্লাব সভাপতি লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন এম মহিউদ্দিন চৌধুরী, চিটাগং লায়ন্স ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন এম নাসির উদ্দিন চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন মোস্তাক হোসেন, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন এম মঞ্জুর আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন আবু বক্কর সিদ্দিকী, লায়ন মোসলেহ উদ্দিন খান, লায়ন এম ওসমান গনি, লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লায়ন জি কে লালা প্রমুখ। উপস্থিত ছিলেন লায়ন গোপাল ভট্টাচার্য, লায়ন সিলভাস্টার বার্নাডেট, লায়ন নুরুল আলম, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন আবু তাহের খান, লায়ন রাজিব সিনহা, লায়ন তারেক কামাল, লায়ন কোহিনুর কামাল, লায়ন হাসান আকবর, লায়ন আবু নাসের রনি, লায়ন এস কে পালিত, লায়ন সাধন কুমার ধর, লায়ন সোহেল খান, লায়ন বি কে লালা, লায়ন রেবেকা নাসরিন, লায়ন শহীদুল ইসলাম টিটু, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন শামসুল হক সরকার, লায়ন নাজমুল শাকের, লায়ন অনুপম মজুমদার, লায়ন নিশাত ইমরান, লায়ন শামীম আরা লুসি, লায়ন সারাহ তানভী, লিও রাহুল লালা, লিও শাহাদাত হোসেন সাইফ, লিও আহসানুল ইসলাম শিকদার ও লিও রানা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশ থেকে অপপ্রচারে ওই দেশের আইনে ব্যবস্থা : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৭৮৬