১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর প্রথম প্রকাশিত হয় দৈনিক আজাদী। বাবা সবসময় পত্রিকা পড়তে উৎসাহ দেন বলেই পড়তে জানার পর থেকেই দিনের শুরুটা আজাদীর পাতায় চোখ বুলানোর মাধ্যমেই হতো। দৈনিক আজাদীর রাজনৈতিক, বিনোদন ও খেলাধুলার পাতায় চোখ না বুলিয়ে দিনের শুরুটা যেন হতেই চাই না। দৈনিক আজাদীতে প্রথম আমার লেখা প্রকাশিত হয় ২০১৯ এ। প্রথম নিজের নাম এবং লেখা ছাপা অক্ষরে দেখে ভালই লেগেছিল। এরপর বিভিন্ন বিষয় নিয়েই প্রতিনিয়ত লেখা হয় আমার। ৬২’র শিক্ষা আন্দোলন থেকে শুরু করে সকল ধরনের অন্যায় অত্যাচার মাদক এর বিরুদ্ধে স্বাধীন দেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীর ভূমিকা সত্যই অসাধারণ। এই ধরনের ন্যায্য আন্দোলন ও তরুণ লেখকের সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দেওয়া দৈনিক আজাদীকে জানাই ৬৩তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা। আরো যুগ যুগ ধরে গণমানুষের মুখপত্র হয়ে দৈনিক আজাদীর এই সাফল্য যাতে অক্ষুণ্ন থাকে এই কামনা।