মানুষের জীবনে দুঃখ আছে বলেই সুখের এত কদর, আকাশে হালকা মেঘ আছে বলেই আকাশটা এত সুন্দর। আর বিশ্বাস থাকে বলেই ভালোবাসা এত সুন্দর। তেমনি একটা ভালোবাসা আছে দৈনিক আজাদীর সাথে। লেখালেখির প্রথম পথটা চিনি আজাদীর মাধ্যমে, আগামীদের আসরে জানার আছে অনেক কিছু তে নানা রকম তথ্য তুলে ধরেছি। এরপর বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পাতায় লিখতে শুরু করলাম, গল্প, কবিতা, প্রবন্ধ, দিবস ভিত্তিক রচনা, চট্টগ্রামের নানা দিক নিয়ে লিখা প্রকাশিত হল, নতুন নতুন লিখার প্রতি আগ্রহটা বাড়িয়ে লেখক হতে সহায়তা করল আজাদীর পরিবারের অনেক সম্পাদকমণ্ডলী। এ স্মৃতি ভোলা যায় না। পেশাগত কারণে লিখাটা পুরনো হয়ে গেলেও আজাদী আমার কাছে নতুনই। জানা যায় না ভবিষ্যত চেনা যায় না মানুষ কিনতু আজাদীর মাধ্যমে সকল লেখককে সহজে চিনতে পারি, তাই প্রতিদিন আজাদী পড়ি। আজাদী একদিন মিস হলে পরের দিন শুরু থেকে শেষ পযন্ত না পড়লে মনে হয় পুরো দিনটাই বিফলে গেল বুঝি জানতে পারলাম না অনেক কিছু, এই যে একটা ভালোবাসা তা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। ভালোবাসা মন থেকে সৃষ্টি হয় আজাদীর জন্য এ ভালোবাসা মনের গহীন থেকে এসেছে। চট্টগ্রামের মানুষ অন্য সব পত্রিকা থেকে আজাদীকে আলাদাভাবে গ্রহণ করে এটা আমার বিশ্বাস। অবিরাম উতকর্ষতার দিকে আজাদী এগিয়ে যাক এটাই সতত কামনা।