দৈনিক আজাদীর সাবেক বার্তা সম্পাদক সাধন কুমার ধারের সহধর্মিণী লীনা ধর (৯৩) গতকাল সোমবার সকাল ৬ টায় পরলোকগমন করেন। সকালে জামালখান লেইনস্থ নিজ বাসভবন থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ৩ পুত্র ও ৩ মেয়ে রেখে গেছেন। নগরীর বলুয়ার দিঘির পাড়স্থ মহাশ্মশানে শেষকৃত্যানুষ্ঠানের জন্য নিয়ে যাওয়া হয় বলে জানান তাঁর জামাতা শিল্পপতি জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ফাউন্ডেশনের নেতা দিলীপ মজুমদার। তিনি রাউজান উপজেলার ডাবুয়া গ্রামের ঐতিহ্যবাহী জমিদার পরিবারের পুত্রবধু। তার মৃত্যুতে রাউজান আদ্যাপীঠ, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।