আজাদীর ভালোবাসা

শওকত আলী সুজন | সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

মনে পড়ে ঊনিশশত

উনাশি বা আশিতে,

তখন থেকে আজাদীকে

থাকি ভালোবাসিতে।

আমার পাড়ার গুটি কয়েক

লোক যে যেতো শহরে,

তাদের কাছে ছুটে যেতাম

দিনের প্রথম প্রহরে।

একটা কথা বলে যেতাম

আসার সময় রাতেতে,

একটু দেখা করিও ভাই

আমার বাবার সাথেতে।

তাদের দিয়ে আমার বাবা

পাঠাতো তো যে আজাদী,

হাসি মুখে করতো গ্রহণ

বাহকদেরকে যা যা দিই।

পড়ে যেতাম এই আজাদী

মনের কতো সুখেতে,

আজও আছে এই আজাদীর

ভালোবাসা বুকেতে।

আমার লেখা যতো ছড়া

এই আজাদী ছাপিয়ে,

লেখক হতে সহয়তা

করছে আমায় লাফিয়ে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি সিটি কলেজে ক্যান্টিন চাই
পরবর্তী নিবন্ধআর কত প্রাণ গেলে সড়কে আমরা সচেতন হবো