আজাদীর প্রতি ভালোবাসা

এম.আবুল ফয়েজ মামুন | রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৩০ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী ৬৪ বছর পেরিয়ে ৬৫ বছরে পদার্পণ করেছে। আজাদী অত্যন্ত সাহসিকতা ও দৃঢ়তার সাথে সত্য ও অনুসন্ধিৎসু সংবাদ প্রকাশে অনন্য ভূমিকা পালন করে আসছে। প্রকাশের বয়স হিসাব করে একটি পত্রিকার মান বিবেচনা করা যায় না। কেবল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই যে কোনো পত্রিকার মান বিবেচনা করা যায়। আর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আজাদী লাখ লাখ পাঠকের মন জয় করে নিয়েছে। সেজন্য আজাদী পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন।

মুক্তিযুদ্ধের আগে থেকে দেশের জন্য এই পত্রিকার যে ভূমিকা তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সত্য যত কঠিনই হোক সেই কঠিনেরে ভালোবেসে আজাদী নিজেকে তুলে ধরেছে মানুষের চেতনা ও বিবেকের পাটাতনে। পাঠকের মুক্তচিন্তাকে শ্রদ্ধা করেছে বলেই কোনো বিশেষ দলমত গোষ্ঠী নয়, আজাদী হয়েছে সর্বস্তরের পাঠকের নিজস্ব দৈনিক। আস্থা, নির্ভরযোগ্যতা, ভালোবাসা ও বিশ্বাসের সংবাদমাধ্যম। আজাদীর এই সফলতা ও প্রতিষ্ঠা বার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদী এগিয়ে যাক সমৃদ্ধির পথে
পরবর্তী নিবন্ধসত্য প্রকাশের প্রজ্বলিত মশাল দৈনিক আজাদী