আজাদীর নির্বাহী সম্পাদকের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাদের মতবিনিময়

| শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৯:০০ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেকের সাথে মতবিনিময় করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. হুমায়ুন কবির খন্দকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল, উত্তরের সহকারী পরিচালক রামেশ্বর দাস।

সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এসময় শিহাব মালেক বলেন, মাদকবিরোধী যেকোনো কার্যক্রমে আজাদী পত্রিকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশে থাকবে। সভা শেষে শিহাব মালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অধিদপ্তরের কর্মকর্তাগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের প্রস্তাব অনুমোদন
পরবর্তী নিবন্ধঅদম্য ইচ্ছাশক্তি আর নিরন্তর সংগ্রামই জীবনযুদ্ধে জয়ের হাতিয়ার : তথ্যমন্ত্রী