আজকাল সকাল বেলায় ধোঁয়া উঠা ‘চা’ না হলেও চলে। খালি পেটে এই ‘চা’ এখন বড্ড অস্বস্তিকর। গ্যাসের ব্যামু্ বলে কথা। তবে তুমি আর ‘চা’ না হলে আমার দিন শুরু হতো না। সকাল বেলার ‘চা’ কে না করেছি কিন্তু তোমাকে তো না করতে পারি না। প্রতিদিন তোমাকে আমার নরম হাতে এপাশ ওপাশ করে জানতে হয়। যেদিন থেকে আবার আমার দরজায় শরীরে এক কোণা দিয়ে উঁকি দিয়ে জানান দিলে তুমিও আমাকে বড্ড মিস করো। তখনই বুঝলাম তুমি ছাড়া আমার রোজ সকালটা বড়ই বেমানান, এখন চায়ের বদলে এক কাপ গরম মধু লেবুর পানি আর তুমি। প্রিয় আজাদী সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। মসৃণ পাতায় যা-ই তুলে ধরো পড়তে খুব ভালো লাগে। জানতে খুব উদগ্রীব হয়ে উঠি আগামী দিনের লিখার জন্য। এ শহরের হাসি কান্না অভাব অনটন অভিযোগ অনুযোগ সবকিছুই তোমার অনুসন্ধানে অনুঘটন ঘটে। প্রিয় আজাদী অনেক ভালোবাসি তোমাকে। কাছে দূরে যেখানেই যাই সকালটা তোমার এই বলে রাখছি। আরও দীর্ঘজীবী হও এই শহরের মাঝে পুরো পৃথিবীর বাংলা ভাষা ভাষীদের কাছে শুভ জন্মদিন প্রিয় আজাদী।