আজাদীর জন্মদিনে শুভেচ্ছো

মোহাম্মদ বাবুল আলম | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

আজাদী আমার প্রিয় পত্রিকা। ভোরের আলোয় আমার চায়ের সাথে চাই নতুন খবর, জানা অজানা তথ্য। যা কিনা পাই প্রিয় আজাদী থেকে। সেই তরুণ বয়স থেকেই আজাদী আমার রোজ সকালের সঙ্গী। আজাদীহীন দিন যেন অতৃপ্ত সময়।
আজাদীর প্রতিটি শাখা, প্রতিটি পাতা আমার কাছে আমার বন্ধুর মতো। আজাদী মানে আমার প্রিয় বন্ধু। আজাদীর ৬২তম জন্মদিনে আমার প্রাণঢালা শুভেচ্ছা। আজাদীর আগামীর পথচলা হোক আরো সুন্দর ও তাৎপর্যময়। আজাদীর সম্পাদকসহ সংস্লিষ্ট ইকে জানাই আমার শুভেচ্ছা। ভালো থেকো বন্ধু, ভালো থেকো।

পূর্ববর্তী নিবন্ধষাট দশক পার করলো প্রিয় পত্রিকা দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধআজাদী টিকে থাকুক শত সহস্র বছর