আজাদী আমার প্রিয় পত্রিকা। ভোরের আলোয় আমার চায়ের সাথে চাই নতুন খবর, জানা অজানা তথ্য। যা কিনা পাই প্রিয় আজাদী থেকে। সেই তরুণ বয়স থেকেই আজাদী আমার রোজ সকালের সঙ্গী। আজাদীহীন দিন যেন অতৃপ্ত সময়।
আজাদীর প্রতিটি শাখা, প্রতিটি পাতা আমার কাছে আমার বন্ধুর মতো। আজাদী মানে আমার প্রিয় বন্ধু। আজাদীর ৬২তম জন্মদিনে আমার প্রাণঢালা শুভেচ্ছা। আজাদীর আগামীর পথচলা হোক আরো সুন্দর ও তাৎপর্যময়। আজাদীর সম্পাদকসহ সংস্লিষ্ট ইকে জানাই আমার শুভেচ্ছা। ভালো থেকো বন্ধু, ভালো থেকো।