আজাদীর কল্যাণে

শিমু জাকী | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

সময় মানুষকে দূরে সরিয়ে দেয়, অথচ শব্দ আবার মানুষকে কাছে টেনে আনে। সোশ্যাল মিডিয়ার বিস্ময়কর যুগে হারানো কাউকে খুঁজে পাওয়া হয়তো সহজ, কিন্তু আমার কাছে তারচেয়েও আশ্চর্য হয়ে ধরা দিয়েছে দৈনিক আজাদী। কিছুদিন আগে আজাদীতে আমার একটি লেখা প্রকাশিত হয়েছিল। সেই লেখা যেন হয়ে উঠলো সেতুবন্ধ। দুই দশক আগে হারিয়ে যাওয়া এক প্রিয় বান্ধবীর সঙ্গে আমার নতুন করে দেখা হওয়ার সেতু। লেখাটি পড়েই সে আমাকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে বের করে। কল্পনা করতে পারেন? বিশ বছরের দীর্ঘ প্রতীক্ষা, অগণিত খোঁজার ব্যর্থতা, আর শেষে আজাদীর পাতায় মুদ্রিত সেই লেখা, সব মিলিয়ে আমাদের আবার মিলিয়ে দিলো। আলহামদুলিল্লাহ। আমার এই অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত নয়, প্রতিটি পাঠকের কাছেও এক আস্থার বার্তা। আজাদী কেবল সংবাদপত্র নয়, এটি মানুষে মানুষে, হৃদয়ে হৃদয়ে বন্ধনের এক আলোকিত সেতু। আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই অন্তরের গভীর শুভেচ্ছা। আপনাদের কলম ও কণ্ঠ আগামীর দিনগুলোতেও এভাবেই মানুষের জীবনে আলো ছড়াক, বন্ধন গড়ে তুলুক, ভরসার নাম হয়ে থাকুক আজীবন।

পূর্ববর্তী নিবন্ধমানুষ গড়ার কারিগর
পরবর্তী নিবন্ধআজাদীর আলোয় নারী লেখকদের গৌরবযাত্রা