সন্দ্বীপের বেলালরা কখনোই বুড়ো হন না, সংবৎসর তাদের জীবনের বয়স বেড়ে তাঁরা বুড়ো হন বটে, কিন্তু তাঁদের মনের বয়স কখনো বাড়ে না। সন্দ্বীপের তিন বেলাল–স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেলাল মোহাম্মদ, টিভি ব্যক্তিত্ব বেলাল বেগ এবং আইএসপিআর–এর খালেদ বেলাল। অদ্ভূত সাদৃশ্য– তিনজনই সাংবাদিক– বৈসাদৃশ্য হলো বেলাল মোহাম্মদ তড়িঘড়ি করে তাঁর উইকেটটা আজরাইলের হাতে সমর্পণ করে দেহের সীমা পারায়ে জীবন থেকে নিষ্ক্রান্ত হলেন, খালেদ বেলালও তাঁর অনুগমণ করেন। কিন্তু যাঁর বেগ বেশি, সেই বেলাল টিকে আছেন উইকেটে, ফিফটি পূর্ণ করে সপাটে হাঁকিয়ে ব্যাট চলেছেন সেঞ্চুরির পানে। তাঁর দেহঘড়িতে ৮৪ বেজে আজ ৮৫’র ঘণ্টা বেজে উঠবে। ভরপুর জীবন উপভোগ করেও তিনি উদ্দাম, তরুণ মনে। এই মনের মানুষটি এখন আটলান্টিকের ওপারে মার্কিন দেশের নিউইয়র্কের রাস্তায় হেঁটে যাচ্ছেন দুদ্দাপ। তিনি ৮৬–তে পদার্পণ করলেন। ৩১ অক্টোবর, ১৯৪০–এ তাঁর জন্ম।
জীবনে অনেক কিছুই করেছেন বেলাল বেগ, তবে সবকিছুকে ছাপিয়ে তাঁর সাংবাদিক পরিচয়টি বড় হয়ে ওঠে। সেখানে যে মানুষটি ধরা দেন, তিনি অকৃত্রিম বেলাল বেগ।
শিক্ষকতা, পাবলিক রিলেশন্স, খবরের কাগজে রিপোর্টারি, সংবাদ সম্পাদনা, ইলেক্ট্রনিক মিডিয়ায় অনুষ্ঠান উপস্থাপনা, প্রযোজনা ইত্যাদি কর্ম যখন যেটা করেছেন, তা তিনি করেছেন অনায়াস দক্ষতায়, স্বচ্ছন্দে।
সম্ভবত সাংবাদিকতার সঙ্গেই তাঁর প্রথম সখ্য, মধ্য পঞ্চাশে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লায় ইঞ্জিনিয়ার আবদুল খালেকের সাপ্তাহিক কোহিনূর এর দপ্তরে নাম লেখান বেলাল বেগম, সহকর্মী হিসেবে পেলেন শনবম খানম শেরওয়ানি, কবি আলাদীন আলীনূরকে। পরে ১৯৬০–এ ইঞ্জিনিয়ার খালেদ যখন দৈনিক আজাদী প্রকাশ করেন, তখন সেখানে দাখিল হয়ে যান বেলাল বেগ। একই বিন্ডিং–জেমিসন ম্যাটারনিটির সম্মুখে কোহিনূর ইলেক্ট্রিক প্রেস। অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন বোধ হয় বেলাল বেগের চাচা, তাঁর কারণেই হয়ত ১৫/১৬ বছর বয়সে বেলাল বেগ চট্টগ্রাম শহরে উপনীত হয়েছিলেন।
জীবনের নানা ঘাটে তরী ভিরিয়ে কুড়িয়েছেন পাথেয়, সোনার ফসলে ভরে উঠেছে তাঁর তরী, এখন সংগ্রহ করছেন শেষ পারানির কড়ি।
কমরেড মুজফফর আহমদ, অধ্যাপক রাজকুমার চক্রবর্তী, কবি আবদুল হাকিম, বিপ্লবী লালমোহান সেন, রাজনীতিবিদ, সাংবাদিক ও সাহিত্যিক অলি গান্ধী–খ্যাত মোহাম্মদ ওয়ালীউল্লাহ, চট্টগ্রাম বারের প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন, রাজনীতিবিদ ও সমাজকর্মী এ কে এম রফিকুল্লাহ চৌধুরী, রাজনীতিবিদ ও বিখ্যাত আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা প্রভৃতি মনীষী, জ্ঞানা গুণী মানুষের জন্ম সন্দ্বীপকে গৌরবান্বিত করেছে।
বেলাল বেগ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম স্থাপতি, মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক বেলাল মোহাম্মদ, স্বাধীন বাংলা বেতারের প্রযোজক, মুক্তিযোদ্ধা শামসুল হুদা চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কৃতী অধ্যাপক ও ভাষাবিজ্ঞানী ড. রাজীব হুমায়ুন বিশ শতকে জন্ম নিয়ে তাঁদের কর্ম ও কীর্তিতে ধন্য করেছেন সন্দ্বীপকে।
লেখক : সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সংস্কৃতি সংগঠক।












