আজাদীতে সংবাদ প্রকাশের ৩ ঘন্টার মধ্যে সড়কে পশুর হাট বন্ধ

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:৫৪ অপরাহ্ণ

দৈনিক আজাদী অনলাইনে সংবাদ প্রকাশের পর কর্ণফুলীতে সড়কের উপর বসা ফাজিলখাঁর হাট পশুর বাজার বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ জুন) দৈনিক আজাদীর অনলাইনে ‘কর্ণফুলীতে ব্যস্ত সড়কে পশুর হাট, যানজটে ভোগান্তি’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পরপরই উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে এ বাজার বন্ধ করে দেন।

ফাজিলখাঁরহাট বাজারটি উপজেলার হাটবাজার ইজারা দরপত্রে ৫ লাখ ৪৪ হাজার ১৩২ টাকা সরকারি মূল্য দিলেও প্রথম দরপত্রে গুটিকয়েক প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও পরে দরপত্র কমে শিডিউল পড়ায় কোন ইজারাদার প্রতিষ্ঠান বাজারটি পাননি।

ফলে, উপজেলা প্রশাসনের অধীনে বড়উঠান ইউনিয়ন ভূমি অফিস খাস আদায় করতে সরজমিনে দেখা গেছে। যদিও বিষয়টি বড়উঠানের তহসিলদার তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সড়কের উপর বাজার বসিয়েছে। পরে বিষয়টি আমাদের নজরে আসলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারের নির্দেশনায় অভিযান চালিয়ে বাজারটি বন্ধ করে দিয়েছি। আগামীতে সড়কের উপর কিংবা অনুমোদনহীন বাজার বসালে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় ইভটিজিংয়ের দায়ে ২ জনকে কারাদণ্ড
পরবর্তী নিবন্ধঢাকায় এসি বিস্ফোরণে মহেশখালীর খালা-ভাগ্নের মৃত্যু, লাইফ সাপোর্টে আব্দুল মান্নান