আজাদীকে ভালোবাসি

শওকত আলী সুজন | শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

ঊনিশশত ঊনাশি সাল

পড়তাম আমি ক্লাস ফোর

আজাদীটা পড়ার জন্য

উঠে যেতাম হলে ভোর।

আজাদীটা নিয়ে নিতাম

এক হকারের হাত থেকে

এই আজাদীর অপেক্ষাটা

থাকতো আমার রাত থেকে।

গল্পছড়া পড়ে হতো

পুলকিত মনটা যে

টের না পেতাম কখন আবার

চলে যেত ঘণ্টা যে।

কেউ বা আমায় প্রশ্ন করে

লেখক হলেন কী পড়ে?

আমি তাদের বলে থাকি

দৈনিক আজাদী পড়ে।

আজাদীতে যাচ্ছি লিখে

তিরানব্বই সাল থেকে

এই ছড়াটি লিখছি আমি

ঘুম না গিয়ে কাল থেকে।

ভালোবাসার চৌষট্টিটা

বছর গেলো কাটিয়ে

আজাদীকে ভালোবাসি

বলছি গলা ফাটিয়ে।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার আজাদী
পরবর্তী নিবন্ধসকালে শূন্যতা অনুভব হয় আজাদীকে ছাড়া