তোমার মায়া, মায়া চাহনির দ্যোতনায়–
আমি সেদিন বিবশ ছিলাম!
তোমার অস্ফুট প্রেমের, নিটোল ব্যঞ্জনায়–
আমার আজন্মের…. প্রতিজ্ঞা আমি
মুহূর্তে ভঙ্গ করেছিলাম!
অতঃপর–
এক চিলতে সুখের খোঁজে
বহুকাল….. নিখোঁজ ছিলাম।
চষে ছিলাম দেশ…. হতে দেশান্তর
বেঁধেছিলাম তেপান্তরে ছোট্ট একটি ঘর।